Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

এবছর বাংলার দুর্গাপূজা অর্থনীতি প্রায় ৬৫,০০০ কোটি টাকা ছুঁয়েছে

Author : Moumita Tarafdar

04 October 2025 09:27 AM

78

কলকাতা : এবছর দুর্গাপূজা বাংলার অর্থনীতিকে বড়সড় চাঙ্গা করেছে। অনুমান করা হচ্ছে, রাজ্যের দুর্গাপূজা অর্থনীতি প্রায় ৬৫,০০০ কোটি টাকা ছুঁয়েছে। এর মধ্যে কলকাতার অবদান প্রায় ৬৫%-৭০%। টানা বৃষ্টির রেকর্ড আর উৎসবের আগে জিএসটি ২.০ কার্যকর হওয়ার আশঙ্কায় বিক্রিতে হঠাৎ বিরতি তৈরি হলেও শেষমেশ বাজারে বিপুল লেনদেন হয়েছে। ২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিলের একটি সরকারি সমীক্ষায় কলকাতার দুর্গাপূজা অর্থনীতি ধরা হয়েছিল প্রায় ৩৩,০০০ কোটি টাকা। গত বছর পুজোর ব্যবসা ছিল ৫৫,০০০-৫৭,000 কোটি টাকা। শিল্পমহলের ধারণা ছিল, এবছর তা ৭০,০০০ কোটির গণ্ডি পেরোবে।

শুধু কলকাতার প্রায় আড়াই হাজার দুর্গাপূজা কমিটি এবছর মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও আচার-অনুষ্ঠানে খরচ করেছে আনুমানিক ২০০ কোটি টাকা। পুরো রাজ্য মিলিয়ে এই খরচের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। এই বিপুল ব্যয়েই বছরের পর বছর জীবিকা টিকে থাকে হাজার হাজার কারিগর, শিল্পী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। সবচেয়ে বড় উপার্জনের খাত ছিল খাবার-দাবারের বাজার। রেস্তোরাঁগুলোয় এবছর পুজোর সময়ে ভিড় বেড়েছে প্রায় ২০%-২৫%।

Source: TOI

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW