Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

ইন্দো-গাঙ্গেয় সমভূমির ১৭টি শহরের মধ্যে কলকাতা তৃতীয়-সবচেয়ে পরিচ্ছন্ন শহর

Author : Moumita Tarafdar

10 October 2025 09:04 AM

59

কলকাতা: ইন্দো-গাঙ্গেয় সমভূমির (Indo-Gangetic Plain) ১৭টি শহরের মধ্যে বায়ুদূষণের সূচক PM2.5 এর উপস্থিতির নিরিখে কলকাতা তৃতীয়-সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে। PM2.5 হলো সূক্ষ্ম কণিকা-ভিত্তিক দূষণ, যা মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর দূষণকারীদের মধ্যে একটি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী, কলকাতার PM2.5 এর মাসিক গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২২ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সুপারিশকৃত সীমা ১৫ মাইক্রোগ্রামের তুলনায় সামান্য বেশি।

এই তালিকায় বারাণসী শীর্ষে রয়েছে ১৮ মাইক্রোগ্রাম PM2.5 মাত্রা নিয়ে। এর পরেই শিলিগুড়ি ও প্রয়াগরাজ যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে PM2.5 এর মাত্রা ২০ মাইক্রোগ্রাম। অপরদিকে, গাজিয়াবাদ সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে, যার গড় মাত্রা ৩৮ মাইক্রোগ্রাম। এই তথ্যগুলি সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর ডেটার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বিশ্বব্যাপী, ইন্দো-গাঙ্গেয় সমভূমি একটি গুরুত্বপূর্ণ বায়ুদূষণ হটস্পট, যার কারণ হিসেবে এর ভৌগোলিক গঠন, ঘন জনসংখ্যা ও আবহাওয়া পরিস্থিতিকে দায়ী করা হয়।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW