Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

ভুটান থেকে নেমে আসা জলের কারণেই উত্তরবঙ্গের বিধ্বংসী বন্যা: মমতা

Author : Bureau Reporter

14 October 2025 08:33 AM

82

কলকাতা : সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভুটান থেকে নেমে আসা জলের কারণেই উত্তরবঙ্গের বিধ্বংসী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একইসঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, রাজ্যকে এই দুর্যোগ মোকাবিলায় কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। তিনি বলেন, “প্রাকৃতিক বিপর্যয় আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমরা বহুবার বলেছি যে এই পরিস্থিতি ভুটানের জল নামার কারণে হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ভারত-ভুটান নদী কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি, যেখানে অবশ্যই বাংলাকে সদস্য করা উচিত। এমন বড় দুর্ঘটনা ঘটেছে ভুটানের জল নেমে আসার ফলে। আমরা চাই, তারা ক্ষতিপূরণ দিক।”

জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গা ও টুন্ডু এলাকার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে এটি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দফা। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের চাপে কেন্দ্র ১৬ অক্টোবর এই বিষয়ে একটি বৈঠক ডাকেছে, যেখানে বাংলার পক্ষ থেকে একজন আধিকারিক অংশ নেবেন। তবে আলোচ্য বিষয়গুলি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। কেন্দ্রের সমালোচনা করে মমতা বলেন, “আমাদেরই সব করতে হয়। দিল্লি বা অন্য কেউ বাংলাকে কোনো ক্ষতিপূরণ দেয় না।”

তিনি বন্যা শিবিরে আশ্রিতদের আশ্বাস দিয়ে বলেন, “যতদিন না আপনারা ঘরে ফিরতে পারেন, রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে। আমাদের শিবিরে দমকল, পুলিশ ও ডাক্তাররা সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা সব দিক থেকে আপনাদের যত্ন নেব।”

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW