Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য, সংযোগ ও প্রতিরক্ষায় সহযোগিতা

Author : Bureau Reporter

27 October 2025 09:02 AM

173

ঢাকা: পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা রবিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য, সংযোগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান “ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক” তুলে ধরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

জেনারেল মির্জা ইসলামাবাদের পক্ষ থেকে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে “বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা” রয়েছে। তিনি বলেন, “আমাদের দুই দেশ পরস্পরকে সহায়তা করবে,” উল্লেখ করে জানান যে করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ চালু হয়েছে, আর ঢাকা-করাচি আকাশপথ চালুর প্রস্তুতি চলছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে। প্রেস উইং আরও জানিয়েছে, উভয় পক্ষই পশ্চিম এশিয়া ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, এবং সংলাপ ও সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW