Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

ছট্‌ পূজায় শৃঙ্খলা বজায় রাখতে আরডব্লিউএর নির্দেশিকা

Author : Bureau Reporter

27 October 2025 09:14 AM

63

কলকাতা: দীপাবলি ও কালীপুজোয় আবাসনের মধ্যে অশান্তি ও বিশৃঙ্খলার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে, শহরের বিভিন্ন রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA) ছট্‌ পূজা উপলক্ষে নতুন নির্দেশিকা জারি করেছে। আবাসনের বাসিন্দাদের উৎসব উদ্‌যাপনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

বহুতল আবাসনগুলিতে ছট্‌ পূজার জন্য অস্থায়ী জলাশয় তৈরি, প্রাঙ্গণ সাজানো ও সঙ্গীত ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, যাতে পূজার আনুষ্ঠানিকতা আবাসনের মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সাউথ সিটি আবাসনের এক আরডব্লিউএ সদস্য জানান, “আমাদের কমপ্লেক্সে ছট্‌ উপলক্ষে কোনও বাজি ফাটানো হবে না। প্রায় ২৫–৩০টি পরিবার পূজা করেন, তাদের জন্য ভিতরের জলাশয়টি সাজিয়ে তোলা হয়েছে।” কালীপুজোর সময় অবৈধ বাজি ফাটানো নিয়ে পুলিশ ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এই সতর্কতা নেওয়া হয়েছে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (PCB) জানিয়েছে, ছট্‌ পূজার সময় শুধুমাত্র সবুজ বাজি সকাল ৬টা থেকে ৮টার মধ্যে পোড়ানো যাবে। পুলিশ ইতিমধ্যেই একাধিক আবাসনে গিয়ে আরডব্লিউএর সঙ্গে বৈঠক করেছে নিয়ম মানার বিষয়টি নিশ্চিত করতে। রাষ্ট্রীয় বিহারি সমাজ, যা বিহার নাগরিক সংঘ ট্রাস্ট দ্বারা পরিচালিত, আরডব্লিউএদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি মমতা সিং বলেন, “আরডব্লিউএর এই পদক্ষেপে উৎসব আরও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে। আমরা সকল ভক্তদের অনুরোধ করছি নির্ধারিত সময়ের বাইরে বাজি না ফাটাতে।”

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW