Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

SIR ইস্যুতে বিজেপিকে নিশানা, “CAA শিবিরে গেলে ডিটেনশন সেন্টারে যেতে হবে” — অভিষেক বন্দ্যোপাধ্যায়

Author : Bureau Reporter

04 November 2025 09:03 AM

41

কলকাতা: ভোটার তালিকার বিশেষ à¦¸à¦‚শোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগের দিন বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার কালীঘাটে নিজের দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যারা CAA শিবিরে যাচ্ছেন, তারা সাবধান হোন। ওই শিবিরে গেলে শেষমেশ ডিটেনশন সেন্টারে ঠাঁই হবে, যেমনটা আসামে হয়েছিল।” অভিষেকের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নাম যাচাই ও গণনা প্রক্রিয়া। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিল করবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে। এই মিছিলটি আম্বেদকর মূর্তি (রেড রোড) থেকে যাত্রা শুরু করে শেষ হবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।

বিজেপি গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে “CAA শিবির” আয়োজন করছে, মূলত তাদের হিন্দু উদ্বাস্তুদের  à¦®à¦§à§à¦¯à§‡ নাগরিকত্ব সংক্রান্ত আশঙ্কা দূর করতে। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, “আমি রাজ্যের মানুষকে অনুরোধ করছি—এই CAA শিবিরগুলির ফাঁদে পা দেবেন না। যারা সেখানে যাচ্ছেন, তারা আসামের মতো পরিণতির ঝুঁকি নিচ্ছেন, যেখানে বহু মানুষকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল।”

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW