Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

দিল্লি বিস্ফোরণ নিয়ে রাষ্ট্রপতির জরুরি ফোন স্বরাষ্ট্রমন্ত্রীকে

Author : Mrinmoy Banerjee

11 November 2025 05:07 PM

84

নয়াদিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া বিস্ফোরণ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে বিস্তারিত জানতে চান। President Droupadi Murmu Calls Minister Amit Shah About Red Fort Blastরাষ্ট্রপতি ঘটনাটির তদন্ত ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সূত্রে জানা গেছে, মুর্মু অমিত শাহের কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কেও তথ্য নিয়েছেন। রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে রিপোর্ট পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

The Views Express

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW