Latest News

🌟 WEEKLY WRAP UP 🌟

বিহারে এনডিএ-র ঝড়, ১৯০’র বেশি আসনে লিড - ‘মডেল ইলেকশন’ বলল ইসি

Author : Mrinmoy Banerjee

14 November 2025 05:03 PM

78

নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ বিহার বিধানসভা নির্বাচনে ১৯০টিরও বেশি আসনে এগিয়ে থেকে বড়সড় প্রত্যাবর্তনের পথে। রাঘোপুরে এগিয়ে থাকলেও তেজস্বী যাদব রাজ্যজুড়ে নিজের রাজনৈতিক জমি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। ট্রেন্ড অনুযায়ী এনডিএ স্বচ্ছ মেজরিটি পেয়েছে এবং ২৪৩টির মধ্যে ১৫০’র বেশি আসন জয়ের সম্ভাবনা স্পষ্ট।

  বিপরীতে মহাগঠবন্ধন কঠিন লড়াইয়ে পিছিয়ে, কংগ্রেসের দুর্বল স্ট্রাইক রেট তেজস্বীর ভরসায় বড় ধাক্কা দিয়েছে। নিজস্ব জেডিজে-র প্রার্থী হিসেবে তেজ প্রতাপ যাদব মহুয়ায় বড় ব্যবধানে পিছিয়ে, যা আরজেডি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। নির্বাচন কমিশন এই ভোটকে “মডেল ইলেকশন” আখ্যা দিয়েছে, যেখানে কোনো রিপোল হয়নি এবং ভোটার অংশগ্রহণ ছিল রেকর্ড। à§©à§® জেলায় ৪৬টি গণনা কেন্দ্রে ৪,৩০০’র বেশি টেবিল ও বহুস্তরীয় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গণনার আগের রাতে আরজেডি “অসাংবিধানিক কার্যকলাপ” ঠেকানোর সতর্কবার্তা দিলে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়। বিজেপি এসব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে—জনমত স্পষ্টভাবেই এনডিএ-র দিকেই রয়েছে। এগজিট পোলেও এনডিএ-র জয়ের ইঙ্গিত মিলেছে, আর প্রশাসন বিজয় মিছিল পুরোপুরি নিষিদ্ধ করে শান্তি বজায় রাখার চেষ্টা করছে।

The Views Express

Copyright © 2024 The Views Express, All Rights Reserved. Developed by PRIGROW